খুলনা জেলা আ. লীগের সম্মেলন ২৬ ফেব্রুয়ারি

দীর্ঘ সাড়ে ১১বছর পর আগামী ২৬ ফেব্রুয়ারি খুলনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান।
খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুনুর রশিদ বলেন, ২০০৪ সালের ১৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। এবারের সম্মেলনের আগেই ৯টি উপজেলার মধ্যে আটটি উপজেলার সম্মেলন শেষ হয়েছে। এবার মোট ১৭৩ জন কাউন্সিলর নতুন জেলার নেতা নির্বাচিত করবেন। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে।
হারুনুর রশিদ জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। উপস্থিত থাকবেন আওয়াম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক হুইপ সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা, ডা. বাহরুল আলম, গাজী আব্দুল হাদী, সাবেক সংসদ সদস্য সোহরাব আলী সানা প্রমুখ।