বাংলাদেশের গার্মেন্ট শিল্প মানসম্মত অবস্থায় পৌঁছেছে

বাংলাদেশের পোশাক খাতের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী গার্ড মুলার।
আজ বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরে ডিবিএল গ্রুপের একটি কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন জার্মানমন্ত্রী। এ সময় তিনি কারখানার কর্ম পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
কারখানা পরিদর্শন শেষে গার্ড মুলার সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ তৈরি পোশাক ক্ষেত্রে এরই মধ্যে একটি মানসম্মত অবস্থায় পৌঁছেছে। যার একটি আদর্শ উদাহরণ হচ্ছে ডিবিএল গ্রুপ।’
তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে জার্মানি বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন গার্ড মুলার।
এ সময় জার্মানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়ের আহমদ, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী, বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করতে সক্ষম হব। এ বিষয়ে আমরা জার্মানির সহযোগিতা পাব। তারা আমাদের ভালো অংশীদার। আমরা সে দেশে আরো বেশি পণ্য রপ্তানি করতে পারব।’
এর আগে জার্মানমন্ত্রী কাশিমপুর শিল্প এলাকার জন্য স্থাপিত মিনি ফায়ার স্টেশনের উদ্বোধন করেন এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে একটি গাড়ি হস্তান্তর করেন।
জার্মানমন্ত্রী দুইদিনের সফরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আসেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন তিনি।