নওগাঁয় ১০০ কেজি গাঁজা জব্দ

নওগাঁর বদলগাছী উপজেলার আড়চা গ্রাম থেকে ১২ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশের একটি দল।
গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে একটি দল বদলগাছী উপজেলার আড়চা গ্রামের গাঁজা ব্যবসায়ী মাবুদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পুলিশ তার বাড়ির দোতলার একটি কক্ষে চটের বস্তার মধ্যে রক্ষিত ১০ কেজির ১০টি প্যাকেটে পলিথিন দিয়ে মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছেন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মোস্তফা কামাল।
গাঁজা উদ্ধারের ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম সাংবাদিকদের বলেন, মাদক নির্মূলে নওগাঁ জেলা পুলিশ কাজ করছে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস নেই। তিনি বলেন, উদ্ধারকৃত গাঁজার মালিক মাবুদ আলীকে গ্রেফতার করতে পুলিশের টিম মাঠ পর্যায়ে কাজ করছে।