শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির পথকলি শিশু বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের অভিযোগে গ্রাম পুলিশ আলী হোসেনকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলার মানবাধিকার কমিশন।
গতকাল রোববার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে মানবাধিকারকর্মী ছাড়াও অংশ নেয় আইনজীবী, পথকলি শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ খান, অ্যাডভোকেট ফয়সাল খান ও অ্যাডভোকেট কার্ত্তিক দাস।
এসময় বক্তারা আট বছরের শিশু সাইদ ভূঁইয়াকে নির্যাতনকারি গ্রাম পুলিশ (চৌকিদার) আলী হোসেনসহ সারাদেশের শিশু নির্যাতনকারিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান।
গত শুক্রবার সন্ধ্যায় লুকোচুরি খেলার এক পর্যায়ে চৌকিদার আলী হোসেনের বাড়ি ভেতরে ঢুকলে ওই চৌকিদার শিশু সাইদ হোসেনকে মারধর করে বলে অভিযোগ ওঠে। নির্যাতনের ফলে ওই শিশুটির বাম হাত ভেঙ্গে যায়। শিশুটি মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।