রাজশাহীতে কয়লাবাহী ট্রাকে আগুন

রাজশাহীতে কয়লাবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ২৫ ফেব্রুয়ারি-২০১৫, বুধবার নগরীর বিনোদপুরে ট্রাকটির আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : এনটিভি
রাজশাহীতে কয়লাবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৭টার দিকে নগরীর বিনোদপুরে এ ঘটনা ঘটে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, ঢাকা থেকে কয়লাবাহী ট্রাক রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় যাচ্ছিল। সকাল ৭টার দিকে ট্রাকটি নগরীর বিনোদপুর এলাকায় পৌঁছালে এর গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।