কুড়িগ্রামে আটটি উপজেলার পাঁচটিতে জয়ী আ.লীগ
কুড়িগ্রামের আট উপজেলার পাঁচটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। অন্য তিনটি উপজেলায় জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
গতকাল রোববার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১২ জেলার ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম সদর উপজেলায় নৌকা মার্কায় ৩৪ হাজার ৯২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আমান উদ্দিন মঞ্জু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল হাসান দুলাল আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৬১ ভোট।
রাজারহাট উপজেলায় জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম আবু নূর আখতারুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৮ ভোট।
চিলমারী উপজেলায় আওয়ামী লীগের শওকত আলী বীরবিক্রম ৩৬ হাজার ৩৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জোবাইদুল ইসলাম পেয়েছেন চার হাজার ৪৫৪ ভোট।
রাজীবপুর উপজেলায় আকবর হোসেন হীরো আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সফিউল আলম।
ভুরুঙ্গামারী উপজেলায় আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী খোকন ৬৪ হাজার ৬১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হাই আনারস প্রতীকে পেয়েছেন নয় হাজার ৩৭১ ভোট।
উলিপুর উপজেলায় আওয়ামী লীগের গোলাম হোসেন মন্টু ৫৫ হাজার ৯২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজু তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩৪২ ভোট।
নাগেশ্বরী উপজেলায় আওয়ামী লীগের মো. মোস্তফা জামান ৪১ হাজার ৯৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিবুল ইসলাম খোকন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৭৫ ভোট।
এ ছাড়া রৌমারী উপজেলায় শেখ আবদুল্লাহ মোটরসাইকেল প্রতীক নিয়ে ২১ হাজার ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মজিবর রহমান বঙ্গবাসী পেয়েছেন ১৮ হাজার ৬৩৯ ভোট।