রাস্তা দখলে থাকলে, ফোর লেন করে লাভ কী : সেতুমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহ ফোর লেন সড়ক বিভিন্ন ভাবে দখল হয়ে যাওয়ায় কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘ফোর লেন যদি এভাবে দখল হয়ে থাকে, তবে এ ফোর লেন করে আমাদের লাভ কী? এর সুফল যদি জনগণ না পায় তবে সরকারের কোটি কোটি টাকা ব্যয় করার বেনেফিট (লাভ) কোথায়?’
আজ বুধবার বিকেলে গাজীপুরের সালনায় গড়ে ওঠা বিভিন্ন লেগুনা তৈরির কারখানায় আকস্মিক অভিযান শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় তিনি অবৈধ লেগুনা তৈরির কারখানা বন্ধের নির্দেশ দেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাইক্রোবাস কেটে যে লেগুনা বানানো হচ্ছে তার কোনটিরই বৈধ কাগজপত্র নেই। এখানে একটি সিন্ডিকেট কাজ করছে। এ সময় তিনি সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) এস এম আলম, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।