খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে বলে ঘোষণা দিয়েছে ঝালকাঠি জেলা বিএনপি।
আজ শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি শহরে ব্র্যাক মোড়সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির জরুরি সভায় বক্তারা এ ঘোষণা দেন। দলীয় কার্যক্রমকে গতিশীল করে তৃণমূল থেকে সরকার পতনের আন্দোলনের প্রস্তুতির জন্য এ সভা ডাকে জেলা বিএনপি।
এ সময় বক্তারা বলেন, বিএনপিকে নিঃশেষ করার ষড়যন্ত্র করছে সরকার। তারা বিদেশি নাগরিক হত্যা করে উল্টো দায় চাপাতে চাইছে বিএনপির ওপর। সরকারের মন্ত্রীদের আচরণ ভালো করার পরামর্শ দেন বিএনপি নেতারা। আগামীতে খালেদা জিয়ার ডাকে সব ধরনের আন্দোলন-সংগ্রামে জেলা বিএনপির নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তাঁরা।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, নলছিটি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান হেলাল খান ও কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি কবির সিকদার।