ট্রেনের ধাক্কায় প্রাণ গেল আনসার সদস্যের

দায়িত্ব পালনরত অবস্থায় লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় বিশ্বনাথ (৫৩) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার শ্রীখাতা গ্রামে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের তুষভাণ্ডার ও কাকিনা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে চলন্ত ট্রেনের ধাক্কায় ওই আনসার সদস্যের মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি যাত্রীবাহী ট্রেন উত্তর ঘনেশ্যাম এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন বিশ্বনাথ। ঘটনাস্থলেই মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী ও তুষভাণ্ডার ইউনিয়ন আনসার কমান্ডার মকমল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘ট্রেন আসার কিছুক্ষণ আগে রেললাইন দেখার জন্য তাঁবু থেকে বের হয় বিশ্বনাথ। কিন্তু ট্রেন চলে যাওয়ার পরও ফিরে না আসায় আমি তাঁবু থেকে বের হয়ে ডাকাডাকি শুরু করি। কিন্তু কোনো সাড়া না পেয়ে খুঁজতে গিয়ে দেখি তাঁবু থেকে কিছুটা দূরে রক্তাত্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সে।’
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে কালীগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এনতাজুল হক এনটিভি অনলাইনকে জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে লালমনিরহাট রেলওয়ে পুলিশ।’
নিহতের ছেলে বাবুল চন্দ্র জানান, বিশ্বনাথ মূলত কৃষিশ্রমিক। তবে তালিকাভুক্ত আনসার-ভিডিপি সদস্য হওয়ায় তিনি রেললাইন পাহারার দায়িত্ব পেয়েছিলেন।