ঝালকাঠিতে শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে স্কুল শিক্ষক মো. আলমগীর খলিফা হত্যা মামলার প্রধান আসামি ওলিউল ইসলাম সম্রাটকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে কাঁঠালিয়া শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সম্রাটকে।
পুলিশ জানায়, সম্রাট কাঁঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম কবির সিকদারের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে সম্রাটকে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে। তিনি মো. আলমগীর খলিফা হত্যা মামলার প্রধান আসামি।
ওসি আরো জানান, আজ দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক এস এম সোলায়মান সম্রাটকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
২০১১ সালের ১৬ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা নিয়ে বিরোধের জের ধরে পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর খলিফাকে উদ্দেশ্য করে ইট ছুড়ে মারেন সম্রাট। পরে ইটের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৮ সেপ্টেম্বর মারা যান তিনি।
এ ঘটনার পর নিহত শিক্ষকের ছেলে মো. কাওসার খলিফা নয়ন বাদী হয়ে সম্রাটসহ পাঁচজনের বিরুদ্ধে রাজাপুর থানায় হত্যার অভিযোগে মামলা করেন।
এ বিষয়ে মো. কাওসার বলেন, ‘মামলা দায়েরের পর থেকে সম্রাট পলাতক ছিলেন। এরপর সম্প্রতি তিনি কাঁঠালিয়ায় আসেন। বিষয়টি আমরা জেনে পুলিশকে অবহিত করলে পুলিশ গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে।’