শুধু বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে : প্রধান বিচারপতি

সারা পৃথিবীতে যেখানে হানাহানি আর বিশৃঙ্খলা চলছে সেখানে শুধু বাংলাদেশেই শান্তিপূর্ণভাবে সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরন্দ্র কুমার সিনহা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় পূজা উৎসব পরিদর্শনে এসে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘সারা পৃথিবীতে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু বিশৃঙ্খলা-হানাহানি-মারামারি হচ্ছে। শুধু বাংলাদেশেই শান্তিপূর্ণভাবে, কোনো সন্ত্রাস নেই, কমিউনাল হারমনি ক্রিয়েট করে সুশৃঙ্খলভাবে হিন্দু সম্প্রদায় শারদীয় পূজা উদযাপন করছে।’
পুরো বাংলাদেশে সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা প্রত্যন্ত অঞ্চল ছাড়া আর কোথাও হচ্ছে না। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা পালন করা হচ্ছে।
তবে আজান ও নামাজের সময় পূজার বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি।
পরে আমলাপাড়া পূজা উদযাপন কমিটির আধুনিক প্রযুক্তিতে আয়োজন করা পূজাঅর্চনা উপভোগ করেন প্রধান বিচারপতি। পরে তিনি নগরের মিশনপাড়া এলাকায় অবস্থিত শ্রী রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা ও পূজা উদযাপন কমিটির নেতারা।