সড়ক দুর্ঘটনায় নিহত এসআইয়ের পরিবারকে অর্থসহায়তা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমানের পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির নিহতের স্ত্রী সালমা বেগমের হাতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষে তিন লাখ টাকা তুলে দেন। আইজিপির বিশেষ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
এ সময় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
মশিউর রহমানের স্ত্রী তাঁর ছেলেকে পুলিশে চাকরি দেওয়ার অনুরোধ জানান। পুলিশ সুপার জিহাদুল কবির পোষ্য কোটায় নিহতের বড় ছেলের চাকরিসহ পরিবারটিকে নিরাপত্তা দিতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গত ২৩ ফেব্রুয়ারি সকালে হাজিপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই মশিউর রহমান মোটরসাইকেলে করে মাগুরা পুলিশ কার্যালয়ে যাওয়ার পথে ইছাখাদা এলাকায় ট্রাকের চাপায় নিহত হন।