জাবি ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগের কর্মীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শহীদ সালাম-বরকত হল শাখার যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবরকে বেধড়ক পিটিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত বাবরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষ করে হল থেকে বের হওয়ার সময় তাঁকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বাবর রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী আসিফ আহমেদের নেতৃত্বে পাঁচ-সাতজন শিক্ষার্থী রড, লাঠিসোটা দিয়ে পেটান বাবরকে। পরে তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠানো হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও কেন্দ্রীয় ছাত্রদলের সহকারী সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাসকে ২০টি পেট্রলবোমাসহ আটক ও দুপুরে ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।