দেশে ধর্ম নিয়ে কোনো বিরোধ নেই : শিল্পমন্ত্রী

বাংলাদেশে ধর্ম নিয়ে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এখানকার মানুষ শান্তি প্রিয়, যেখানে ধর্ম যার যার রাষ্ট্র সবার।’
আজ বুধবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
পূজামণ্ডপগুলোতে সরকার ব্যাপক নিরাপত্তা দিয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময় সারা দেশে সুশৃঙ্খলভাবে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালন করছেন। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু নেতৃত্বে যে সংবিধান রচনা করা হয়েছিল, তাতে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে।’
আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে মন্তব্য করে প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালনের অনুরোধ জানান আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী আজ নলছিটির তাঁরাবাড়ি মন্দির, পুরান বাজার মণ্ডপ ও হরিসভা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদা, ভারপ্রাপ্ত পৌর মেয়র ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি জনার্ধন দাস।