আশ্রয়কেন্দ্রেই প্রাণ হারালেন বৃদ্ধা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় ‘ফণী’ থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন আয়না বিবি নামের এক বৃদ্ধা। কিন্তু বার্ধক্যজনিত কারণে সেখানেই মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি আশ্রয়কেন্দ্রে মারা যান ওই বৃদ্ধা।
শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আয়না বিবি। গাইনবাড়ি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার খবর পেয়ে সেখানে মেডিকেল টিম যায়। বৃদ্ধার অবস্থা দেখে মেডিকেল টিমের সদস্যরা জানান, ওষুধ খাওয়ার মতো পরিস্থিতি নেই তাঁর। এরপর রাতেই মারা যান তিনি।