সোয়াইন ফ্লু মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

সোয়াইন ফ্লুসহ যেকোনো সংক্রামক রোগের বিস্তার মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোয়াইন ফ্লুর সংক্রমণরোধে সতর্কতামূলক পদক্ষেপ ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সভাকক্ষে অনুষ্ঠিত সোয়াইন ফ্লু প্রতিরোধে করণীয় বিষয়ে এক জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
প্রতিটি জেলায় চিকিৎসক প্রস্তুত আছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বক্ষব্যাধি হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের ৬৪ জেলা হাসপাতালে এ জন্য বিশেষ ইউনিট পৃথকভাবে খোলার ব্যবস্থা করতে হবে। যদি কোনো ব্যক্তি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন তবে সাথে সাথে তাঁকে ওই ইউনিটে পাঠিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’ এ ছাড়া সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেখানে কর্তব্যরত মেডিকেল দলগুলোকে সতর্ক থেকে এই সংক্রামক রোগ প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে।’ তিনি আরো বলেন, ‘এ ধরনের সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ সব সময় সফল হয়েছে। সম্প্রতি আফ্রিকার ইবোলা ভাইরাস সংক্রমণের মতো ভয়াবহ পরিস্থিতিতেও দেশে যে প্রতিরোধমূলক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তাও সফলভাবে কার্যকর হয়েছে। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কাজে লাগানো হবে।’
এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে কয়েকজন মারা যাওয়ায় বাংলাদেশ অতিরিক্ত সতর্ক অবস্থায় থাকবে জানিয়ে বিমানবন্দরের আর্চওয়ে দিয়ে সবাইকে প্রবেশ ও বের হওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমানসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।