গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে

গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে মানুষ হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে তাঁরা আত্মসর্মপণ করে জামিনের আবেদন করলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দীর্ঘদিন আত্মগোপনের পর ওই নেতা-কর্মীরা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন নারায়ণগঞ্জের মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারশান আহমেদ, যুগ্ম সম্পাদক নুরুল হক দিপু, যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, রানা মুজিব, যুবদল নেতা মনিরুল ইসলাম সজল, রাশিদুর রহমান রশো, মাহবুব হাসান জুলহাস ও ছাত্রদল নেতা রফিউদ্দিন আহমেদ। তাঁদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকার নারায়ণগঞ্জের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর মধ্যে অনেক জামিনে মুক্ত রয়েছেন। অনেকে কারাগারে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অনেক নেতা আত্মসমর্পণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজ চারটি মামলায় ৯ জন আত্মসমর্পণ করেন। এই আসামিদের মধ্যে অনেকেই অসুস্থ। আমরা শতাধিক আইনজীবী তাঁদের জামিনের আবেদন করি। আদালত এই জামিন আবেদন নাকচ করে দিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’