আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। এ সময় আগুন নেভাতে গিয়ে আরো পাঁচজন আহত হন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদিত্য জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন দোকান মালিক ভোলা দাস, কর্মচারী ভীম ও নকুল। স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
অগ্নিদগ্ধ দোকান মালিক ভোলা দাস জানান, কর্মচারীরা অলংকার তৈরির সময় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ করে এলপি গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় দোকানে থাকা তিনজন অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় দোকানের আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হন।