রাজাপুরে শেরেবাংলার ১৪২তম জন্মবার্ষিকী পালিত

অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : এনটিভি
ঝালকাঠির রাজাপুরে অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় শেরেবাংলার জন্মস্থান সাতুরিয়া গ্রামের নানার বাড়ির কাছে শেরেবাংলা রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন রানা। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব, শেরেবাংলা রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান এ নেতার স্মৃতি অক্ষুণ্ণ রাখতে তাঁর নানার বাড়িটি সংরক্ষণের দাবি জানান।