গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জের একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ৪৫ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার সকালে সদর উপজেলার সাতপাড় উত্তরপাড়ার বিল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু নাঈম জানান, আজ সকালে ওই বিলের মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আবু নাঈম আরো জানান, ধারণা করা হচ্ছে দুই থেকে তিনদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।