বিচারপতিদের হত্যার হুমকি দিয়ে হিজবুতের চিঠি

সুপ্রিম কোর্টের ৪১ জন বিচারপতিকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নামে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে এসব চিঠি বিতরণকালে পুলিশ এক যুবককে আটক করেছে। ওই যুবক নিজেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী বলে দাবি করেছেন।
তবে পুলিশের দাবি, আটক আসাদ উল্লাহ (২৭) হিজবুত তাহরীরের সদস্য। শাহবাগ থানায় তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের কক্ষে চিঠি বিতরণ করতে আসেন আসাদ। এ সময়ই তাঁকে আটক করা হয়।
আটকের পর আসাদ নিজেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মতিঝিলের দিলকুশা শাখার কর্মী বলে পরিচয় দেন। তাঁর গ্রামের বাড়ী গাজীপুরে।
এসআই আরো জানান, আসাদের কাছে একই ধরনের মোট ৪১টি চিঠি পাওয়া গেছে। এসব চিঠি হাইকোর্টের বিচারপতিদের দেওয়ার জন্য এনেছিলেন তিনি। চিঠিতে বিচারপতিদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘বিচারপতিরা সরকারের পক্ষে কাজ করছে। এ জন্য তাদের হত্যা করা হবে।’
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয় পাওয়ার পরও আসাদকে গ্রেপ্তারের ব্যাপারে এসআই শফিকুল জানান, প্রত্যেক কুরিয়ার সার্ভিসের নিয়মানুয়ায়ী কোনো চিঠি গ্রহণ বা প্রেরণ করতে হলে প্রেরকের নাম ও মোবাইল নম্বর লিখতে হয়। কিন্তু এসব চিঠিতে তা নেই। আসাদ নিজেই এসব চিঠি বিচারপতিদের কাছে বিতরণ করতে এসেছেন।
আসাদকে শাহবাগ থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।