কর্মজীবী নারীদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানিয়েছেন, কর্মজীবী নারীদের উন্নয়নের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন, এ দেশে জঙ্গির উত্থান করেছিল বিএনপি। তারাই বাংলাভাই তৈরি করেছিল। দেশকে পিছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত। এই অপশক্তি সরকারের উন্নয়নের কাছে বিলীন হয়ে যাবে।
আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। বাংলাদেশ মহিলাবিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) যৌথ আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হেলথ ক্যাম্প উদ্বোধন ও শ্রমিকদের গ্রুপ বিমার চেক প্রদান করেন।
মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে অবহেলিত মহিলাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আসলাম সানী, প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক, সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি জি এম ফারুক।