নারায়ণগঞ্জ সিটির কাউন্সিলরকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত করেছে আরো চারজনকে। আজ শনিবার সন্ধ্যা ৭টায় নিজ এলাকা বন্দরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আল আমীন নামের একজনকে আটক করেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে বন্দরের জামাইপাড়া এলাকায় সড়ক মেরামতের কাজ চলছে। সিটি করপোরেশন রাস্তা প্রশস্ত করতে দুই ফুট করে দুই পাশে জায়গা ছেড়ে দিতে জনগণকে অনুরোধ করেন কাউন্সিলর সুলতান। এলাকাবাসী এতে স্বেচ্ছায় নিজেদের স্থাপনা ভেঙে জায়গা ছেড়ে দিলেও আল আমীনের পরিবার তা দেয়নি। এ কারণে শনিবার সন্ধ্যায় কাউন্সিলর সুলতান এলাকাবাসীর সহায়তায় আল আমীনদের বাড়ির একটি অংশ ভাঙতে গেলে হামলার শিকার হন। দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় কাউন্সিলর সুলতান আহমেদ মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত পান। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এলাকাবাসী কাউন্সিলর সুলতানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে আল আমীনকে গ্রেপ্তার করলেও এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।