জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : খালেদা জিয়া

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ আরো দুজনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে পাঠানো এক বার্তায় তিনি অভিযোগ করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, লন্ডন থেকে পাঠানো বার্তায় খালেদা জিয়া বলেছেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
খালেদা জিয়া বলেন, ‘নিহত ফয়সল আরেফিন দীপন জিয়া স্মতি পাঠাগারের সহসভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।’
হত্যাকারীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন খালেদা জিয়া।
শনিবার দুপুরে লালমাটিয়ায় নিজ কার্যালয়ে প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে গুলি করে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পরেই শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ের ভেতর থেকে এ প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের লাশ উদ্ধার করে পুলিশ।