নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নারায়ণগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জামাল হোসেন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় পোলস্টার ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ছোট ভাই কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে।
নিহত জামাল হোসেনের মা আলীমুন নেছা জানান, তাঁর ছোট ছেলে কামাল হোসেন মানসিক বিকারগ্রস্ত। বড় ভাই জামাল হোসেন নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের শীতলক্ষ্যা পরিবহনের বাসচালক। আজ বিকেলে ছোট ছেলে কামাল ঘুম থেকে উঠে খেতে বসে। বড় ভাই জামাল কাজ-কর্ম না করা ও রাস্তাঘাটে পাগলামি করার কারণে তাঁকে বকাঝকা করেন। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা থেকে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। কামাল ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র হাতে নেয়। জামালও উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে বটি হাতে নেয়। দুজন দুজনকে ধারালো ছুরি নিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় জামালের হাতে থাকা বটির আঘাতে তাঁর (আলীমুন জাহান) ডান হাত কেটে যায়। একপর্যায়ে কামাল বড় ভাই জামালকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে জামাল রক্তাক্ত জখম হয়ে পড়লে আশপাশের লোকজন তাঁকে খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনার পর থেকে ছোট ভাই কামাল পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।