বকশীগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ীসহ আহত ৪
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডাকাতের হামলায় ব্যবসায়ীসহ চারজন আহত হয়েছেন। পরে গ্রামবাসী ধাওয়া করে একজন আটক করে পুলিশে সোপর্দ করে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে ওই ব্যবসায়ী দাবি করেছেন।
আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের ব্যবসায়ী এম আব্দুল্লাহ (৪৫), তোফাজ্জল (৩৫), শের আলী (৪০) ও শহিদুল্লাহ (২৫)। তাঁদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তির নাম আবদুর ছাত্তার (৫৭)। জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে থানাহাজতে রাখা হয়েছে।
আব্দুল্লাহ জানান, মেরুরচরের জব্বারগঞ্জ বাজার থেকে তিনি আড়াই লাখ টাকা নিয়ে সহকারী তোফাজ্জলের সঙ্গে বাড়ি ফিরছিলেন।বাড়ির কাছাকাছি আসার পর একদল ডাকাত তাঁদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।এ সময় তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, ডাকাতদের হামলায় স্থানীয় শের আলী ও শহিদুল্লাহ আহত হন। পরে এলাকাবাসী ডাকাতদলকে চারদিক থেকে ধাওয়া করে আবদুর ছাত্তার নামের একজনকে আটক করে মারধর করে। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ছাত্তারকে পুলিশে সোপর্দ করে। তাঁর কাছ থেকে চারটি গুলিসহ একটি শর্টগান উদ্ধার করা হয়েছে বলেও ওসি জানিয়েছেন।