সহিংসতার শিকারদের ন্যায়বিচার প্রাপ্য : ইইউ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রয়োজনীয়তার ওপর ইউরোপীয় দেশগুলোর এ জোটটি জোর দিয়েছে বলে জানায় বার্তা সংস্থা ইউএনবি।
বাংলাদেশের চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে ইইউ বলেছে, নাশকতার ঘটনায় অপরাধী যেই হোক না কেন, তাঁকে চিহ্নিত করে, ন্যায়বিচার করতে হবে। তারা জানায়, সহিংসতার শিকার বাংলাদেশের মানুষের ন্যায়বিচার প্রাপ্য।
এ ছাড়া গত ২৬-২৭ ফেব্রুয়ারি ইইউ এবং বাংলাদেশের মধ্যে ২০০১ সালের সহযোগিতা চুক্তি কাঠামোর আওতায় শাসন, ব্যবসা ও উন্নয়ন, মানবাধিকার এবং অভিবাসন এ তিনটি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে আসা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই কথা জানানো হয়। এতে আরো বলা হয়, আইনের শাসন নিশ্চিত করলে এবং মানবাধিকারকে প্রাধান্য দিলেই কেবল রাজনৈতিক সমস্যার সমাধান করা যাবে।