বরকে পিটিয়ে নববধূকে অপহরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রসুলপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় বরসহ কয়েকজনকে পিটিয়ে এক নববধূকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পর্যন্ত নববধূকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আটক করতে পারেনি কাউকে।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, অপহরণের ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় রসুলপুর এলাকায়। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের এক পাত্রের সঙ্গে আড়াইহাজারের সাতগাঁও ইউনিয়নের এক পাত্রীর বিয়ে হয় এক মাস আগে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনের বাবার বাড়ি থেকে কনেকে নিয়ে নিজের বাড়ি যাচ্ছিলেন বর।
কনের বাবা জানান, সন্ধ্যা ৬টায় রসুলপুর এলাকায় সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে বরযাত্রীর গাড়িবহরের গতি রোধ করে। সন্ত্রাসীদের নেতৃত্বে ছিল টেকপাড়া এলাকার মোফাজ্জল হোসেন। তারা বর ও কনে বহনকারী গাড়িটি টার্গেট করে। সন্ত্রাসীরা ওই গাড়ি থেকে বর-কনেকে টেনেহিঁচড়ে কয়েক জনকে নামিয়ে বেদম প্রহার করে। এতে বরসহ অন্তত পাঁচজন আহত হন। সন্ত্রাসীরা নববধূকে জোর করে অপর একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় নববধূর বাবা আড়াইহাজার থানায় মোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
তবে আড়াইহাজার থানার ওসি জানান, আসামি মোফাজ্জলের সঙ্গে ওই নববধূর আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। তারপরও তারা বিষয়টিকে অপহরণ হিসেবেই দেখছেন।