গণতন্ত্রের শিকড় গভীরে নিতেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতেই স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার ব্যবস্থা করেছে সরকার। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর ফলে গণতন্ত্র শুধু শক্তিশালীই হবে না, এর শিকড় আরো গভীরে যাবে।
মন্ত্রী আজ শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৪তম জাতীয় সমবায় দিবস ২০১৫ ও জাতীয় সমবায় পুরস্কার ২০১৩ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম বক্তব্য রাখেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। এ জন্যই গণতান্ত্রিক চর্চাকে কীভাবে বেগবান করা যায় সেই চেষ্টা এবং উদ্যোগ প্রতিনিয়তই করে যাচ্ছে আওয়ামী লীগ। গণতন্ত্রকে শক্তিশালী এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কাজ করছে।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের মনোনয়নের পাশাপাশি নির্দলীয় প্রার্থীরাও এ নির্বাচনে অংশ নিতে পারবেন।
মন্ত্রী আরো বলেন, ‘শান্তির সমাজ প্রতিষ্ঠায় সমবায়ের কোনো বিকল্প নেই। আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ খাত। সমবায়ীদের সম্পদের সঠিক ব্যবহার করে বর্তমান সরকার সমবায়ীদের লাভবান করার উদ্যোগ নিয়েছে। সমবায়ীদের জন্য প্রয়োজনে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যাতে তারা বিনিয়োগের জন্য উপযুক্ত সুবিধা পায়।’
অনুষ্ঠানে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার, ২০১৩ দেওয়া হয়।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মানিক মিয়া এভিনিউ চত্বর থেকে শুরু হয়ে তা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। পল্লী উন্নয়ন, সমবায় বিভাগ ও সংস্থার কর্মকর্তা এবং সমবায়ীরা এতে অংশ নেন।