২০-দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল শুরু

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল বুধবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
গত শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ পালনের পাশাপাশি গত চার সপ্তাহের সব কার্যদিবসেই হরতাল পালন করেছে বিএনপি-জামায়াত জোট। এদিকে, হরতালের কারণে এ সপ্তাহের চলমান এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।