অপহরণের তিনদিন পর নববধূ উদ্ধার, গ্রেপ্তার ৩

অপহরণের তিন দিন পর নারায়ণগঞ্জের আড়াইহাজারের সেই নববধূকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরের মীরপাড়া থেকে উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করেছে প্রধান আসামি মোফাজ্জল হোসেনসহ তিনজনকে।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজী নগরে র্যাব ১১-এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব ১১-এর অধিনায়ক আনোয়ার লতিফ খান জানান, গত শুক্রবার আড়াইহাজার উপজেলার রসুলপুর থেকে বরসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে অস্ত্র দেখিয়ে এক নববধূকে অপহরণ করে দুর্বৃত্তরা। ওই অপহরণ ঘটনায় টেকপাড়া এলাকার মোফাজ্জল হোসেনকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেন নববধূর বাবা।
এ নিয়ে ৭ নভেম্বর ‘বরকে পিটিয়ে নববধূকে অপহরণ’ শিরোনামে এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।
র্যাব কর্মকর্তা জানান, গত ৮ নভেম্বর নববধূর ভাইয়ের মুঠোফোন থেকে মামলার আসামি সুজনের সঙ্গে যোগাযোগ করা হয়। সন্ধ্যায় র্যাব সদস্যরা নরসিংদীর পলাশ থানা পুলিশের সহযোগিতায় প্রথমে বাসস্ট্যান্ড, তারপর গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করে। সুজনের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় মীরপাড়া সামছুল হকের বাড়ি থেকে অপহৃত নববধূকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় প্রধান হোতা মোফাজ্জল হোসেন ও রুবেলকে এবং উদ্ধার করা হয় নববধূর স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা।