মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা, এএসআই নিহত

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কোর্ট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই এএসআইয়ের নাম চঞ্চল কুমার মণ্ডল (৪০)। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাণ্ডারীপুর গ্রামের কাঞ্চন কুমার মণ্ডলের ছেলে। চঞ্চল ঢাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত ছিলেন। একটি মামলার সাক্ষ্য দিতে তিনি রাজশাহী যান।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, আজ সকালে মোটরসাইকেলে করে পুলিশ লাইন থেকে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন চঞ্চল কুমার মণ্ডল। নগরীর কোর্ট স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা ও চালককে এখনো আটক করা যায়নি।