মানিকগঞ্জে বিএনপির মিছিল-সমাবেশ

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা বিএনপির মিছিল। ছবি : আহমেদ সাব্বির
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে আদালত এলাকা প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিএনপি-সমর্থক আইনজীবীরা অংশ নেন। পরে আইনজীবী ভবনের সামনে সমাবেশ বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মোখছেদুর রহমান, আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস খান মজলিশ মাখনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।