বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে ইউনিয়নের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে ইউনিয়ন পরিষদ করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছে দাসিয়ারছড়ার বাসিন্দারা।
আজ মঙ্গলবার দুপুরে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া থেকে দুই সহস্রাধিক নারী-পুরুষ ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম জেলা শহরে এসে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক দাসিয়ারছড়া ছিটের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভারত বিভক্তির পর থেকে ভারত সরকার দাসিয়ারছড়াকে ইউনিয়ন পরিষদের মর্যাদা দিয়েছিল। দাসিয়ারছড়ার আয়তন প্রায় সাত বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় আট হাজার। দেশের সর্ববৃহৎ এ ছিটমহলের উন্নয়নে দাসিয়ারছড়াকে অনতিবিলম্বে ইউনিয়ন পরিষদ ঘোষণা করার দাবি জানান বক্তারা।
পরে দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সাবেক ছিটমহলবাসী।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় গত ৩১ জুলাই মধ্যরাতে আমরা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছি। গত ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর দাসিয়ারছড়া সফরে আমরা আশা করেছিলাম দাসিয়ার ছড়াকে ইউনিয়ন পরিষদ ঘোষণা করা হবে। কিন্তু তিনি ইউনিয়ন পরিষদ ঘোষণা না করায় আমাদের সে চাওয়া বাস্তবায়িত হয়নি। দাসিয়ারছড়ার প্রায় আট হাজার নাগরিকের জীবনমান উন্নয়নে আমরা এই সাবেক ছিটমহলকে পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ ঘোষণার দাবি জানাচ্ছি। এটা আমাদের আট হাজার সাবেক ছিটমহলবাসীর প্রাণের দাবি। আমি ৬৮ বছরের বঞ্চনার শিকার এই বিপুল মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই, দাসিয়ার ছড়াকে ইউনিয়ন পরিষদ ঘোষণা করা হোক।’