আ. লীগ একটা অনুভূতি : আশরাফ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/11/photo-1447255747.jpg)
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি অনুভূতি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদর্শের জন্য যেমন জীবন দিতে পারে তেমনি আবার নেত্রীর জন্য জীবনও দিতে পারে।
দীর্ঘ এক যুগ পর আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক। শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সৈয়দ আশরাফ আরো বলেন, ‘আওয়ামী লীগ এখন ক্ষমতায়, এটাও কিন্তু আমাদের একটা বিরাট দায়বদ্ধতার জায়গা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় বাইরে থাকে তখন দলের নেতা-কর্মীদের গতি, স্পৃহা, দৃঢ়তা বেগবান হয়। আর ক্ষমতায় এলেই সেগুলোতে ঘাটতি দেখা দেয়।’
সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেন, জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে গুপ্তহত্যা চালিয়ে মরণ-কামড় দিচ্ছে বিএনপি। স্বাধীনতার পক্ষের সব শক্তিকে একত্রিত হয়ে আবার একটি মুক্তিযুদ্ধ করতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তি দেশ পরিচালনা করবে নাকি স্বাধীনতাবিরোধী শক্তি দেশ পরিচালনা করবে তার মীমাংসা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য বিএনপি-জামায়াত এক হয়ে সরকারে বিরুদ্ধে তৎপর রয়েছে। পাকিস্তানের হিংসা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য আবারও অশুভ চক্রান্তে লিপ্ত হয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চৌধুরী ইমদাদুল হককে সভাপতি ও মাহবুব আলী খানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।