ঝালকাঠিতে ছাত্রদল নেতাসহ আটক ২

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রদল নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
কাঁঠালিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহেল জানান, সকালে বাসস্ট্যান্ড এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল কয়েকজন যুবক। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ ও যুবদলকর্মী মো. জসিমকে আটক করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হবে বলেও জানান মো. সোহেল।