আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
আজ ১৩ নভেম্বর, শুক্রবার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে পৃথিবীতে আসেন বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ের জনপ্রিয় এই লেখক।
ঔপন্যাসিক, ছোটগল্পকার ও গীতিকার হিসেবে হুমায়ূন আহমেদের আসল পরিচিতি। ভিন্নধর্মী নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেও গণমাধ্যমে একটি নিজস্ব ধারা প্রচলন করেন তিনি। পেশাজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। পরে অধ্যাপনা ছেড়ে দিয়ে লেখালেখিতে আত্মনিয়োগ করেন তিনি।
হুমায়ূন আহমেদের অসংখ্য উপন্যাসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চরিত্র হিসেবে ধরা হয় হিমু, মিসির আলি ও রূপাকে।
হুমায়ূন নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দারুচিনি দ্বীপ’, ‘ঘেটুপুত্র কমলা’ ইত্যাদি।
ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই ইন্তেকাল করেন বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় এ লেখক।