স্থানীয়দের উন্নয়নে কয়লা-বিদ্যুতে ৩ পয়সা ট্যারিফ নির্ধারণ

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এলাকার লোকজনের সামাজিক উন্নয়নে তহবিল গঠন করতে ইউনিটপ্রতি তিন পয়সা ট্যারিফ নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার এ-সংক্রান্ত বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকটি শেষ হয় দুপুর ১টার কিছুক্ষণ আগে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, কয়লাভিত্তিক উপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতিমালা, ২০১৫-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই নীতিমালার আওতায় বিদ্যুৎকেন্দ্র যেসব এলাকায় আছে, সেসব এলাকার সামাজিক উন্নয়নের জন্য তহবিল গঠন করা হবে। ওই তহবিলের অর্থ জোগানের জন্য ইউনিটপ্রতি তিন পয়সা ট্যারিফ ধরা হচ্ছে। তিনি আরো বলেন, সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। বিদ্যুতের উৎপাদন ব্যয় কমানোর জন্য এর অর্ধেকই উৎপাদন করা হবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। এ জন্য এই নীতিমালা করার প্রয়োজন দেখা দিয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের জন্য তিনটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব তিনটি হলো গণকর্মচারী (বিদেশি নাগরিকদের সঙ্গে বিবাহ) আইন-২০১৫, ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন-২০১৫ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন-২০১৫।