ক্যাসিনো মার্কা যুবলীগ চাই না : মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া যুবলীগ চাই। টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, ক্যাসিনো ব্যবসায়ীরা যুবলীগের কেউ হতে পারে না।
মন্ত্রী আরো বলেন, স্বাধীনতাবিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযুদ্ধের তালিকায় থাকতে পারবে না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তাদের বাদ দিয়েই তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে।
আজ রোববার বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। আরো বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম, ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মাদ বাকী বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের শেখ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার সুজায়েত আলী ফকিরসহ আরো অনেকে।
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এক কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।