সাক্ষাতের অনুমতি পায়নি সাকা চৌধুরীর পরিবার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।
আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান সাকা চৌধুরীর পরিবারের ছয় সদস্য। তবে তাঁদের কারাগারে প্রবেশের বা দেখা করার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএনপির এই নেতা আসলেই মার্সি পিটিশন করেছেন কি না তা নিশ্চিত হতে আজ বিকেলে কারাফটকে এসেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে ফাইয়াজ কাদের এবং হুম্মাম কাদের, ছোট ভাই জামালউদ্দিন কাদের, মেয়ে ফারদিন কাদের এবং মেয়ের জামাই জাফর খান কারা কর্তৃপক্ষের কাছে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন করেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সত্যিই প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন কি না, সেটি জানতেই তাঁরা তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে কারা কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় কিছুক্ষণ পরই কারা ফটক থেকে ফিরে যান পরিবারের সদস্যরা।
এর আগে দুপুরে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির।
শুরু থেকেই এই দুজনের পরিবারের পক্ষ থেকে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন। তারই ধারাবাহিকতায় সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন তাঁর পরিবারের সদস্যরা।