সাকা চৌধুরীর কবর প্রস্তুত

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ চট্টগ্রামের রাউজান উপজেলা গহিরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেখানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবিটি গতকাল ২১ নভেম্বর-২০১৫, শনিবার দিবাগত রাতে তোলা। ছবি: ফোকাস বাংলা
চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে পারিবারিক কবরস্থানে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মরদেহ দাফন করা হবে। এরই মধ্যে কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসির পর কবর খোঁড়ার কাজ শুরু হয়।
ফজলুল কাদের চৌধুরী ফাউন্ডেশন কবর খোঁড়ার কাজ দেখভাল করছে। ফজলুল কাদের চৌধুরীর ছেলে সাকা চৌধুরী। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হয়েছিলেন ফজলুল কাদের।
ফাউন্ডেশনের এক ব্যবস্থাপক জানান, একটি কাঠের বাক্স তৈরি করা হয়েছে। মরদেহসহ সেটা কবরে রাখা হবে।
পারিবারিক কবরস্থানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় লোকজন ভিড় করছে এর আশপাশে। এ ছাড়া সেখানে সালাউদ্দিন কাদেরের আত্মীয়স্বজনও আছে।