নিজ এলাকার উন্নয়নের মধ্য দিয়েই দেশের উন্নতি : রাষ্ট্রপতি

নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করলেই দিনে দিনে দেশও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
urgentPhoto
আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নোয়াখালী জেলা সমিতি আয়োজিত ‘নোয়াখালী উৎসব-২০১৫’ উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ প্রত্যাশার কথা জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘যে যা কিছুই করি না কেন পাশাপাশি নিজেদের এলাকার জন্য ভালো কিছু করতে হবে। আর এভাবেই ধীরে ধীরে দেশের উন্নতি হবে।’
দেশকে সত্যিকারের সোনার বাংলা গড়তে নোয়াখালীর মতো অন্যান্য এলাকার মানুষ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।
এ সময় বিশিষ্টজনদের উদ্দেশে রাষ্ট্রপতি নিজ নিজ এলাকায় একটি করে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দেন। এতে নোয়াখালী শিল্প শহরে পরিণত হবে। এ ব্যাপারে সরকার সার্বিক সহযোগিতা করবে। সেই সঙ্গে নোয়াখালীকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
এ ছাড়া অনুষ্ঠান থেকে নোয়াখালীকে বিভাগ করার দাবিও জানানো হয়।