মাঠে নেই বিএনপি, দাপিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ

তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকা নির্বাচনী প্রচারণায় জমজমাট। চায়ের দোকান কিংবা ময়দান সবখানেই এখন নির্বাচনের আলোচনা। সাধারণ ভোটারদের কথা একটাই, নিঃস্বার্থভাবে যাঁরা জনগণের জন্য কাজ করবেন জয়ের মালা তাঁর গলায়ই পরাবেন তাঁরা।
রূপগঞ্জের তারাব পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ৮৯৭ জন। এর মধ্যে নারী ভোটার ৩৭ হাজার ৪৬৮ জন। এবারই প্রথম দেশের ২৩৪টি পৌরসভায় দলীয় প্রতীক নিয়ে অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন।
আর তাই ভোট নিজেদের ঝুলিতে তুলতেই তারাব পৌরসভার মনোনয়নপ্রত্যাশীদের নানা প্রতিশ্রুতি। আর এ প্রচারণায় মাঠে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দেখা না গেলেও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের একক প্রার্থী রূপগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা গাজী। হাসিনা গাজী স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর স্ত্রী।
তবে বিএনপি এখনো প্রচারণার মাঠে না থাকলেও মনোনয়ন পাওয়া ও নির্বাচিত হওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ বর্তমান মেয়র ও বিএনপি নেতা শফিকুল ইসলাম চৌধুরী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ নাসির উদ্দিনের।
বিস্তারিত দেখুন নাফিজ আশরাফের পাঠানো ভিডিও প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন :