মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

মাগুরার মহম্মদপুরের ফলসিয়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার ঘটা এ ঘটনায় একজনের শরীরে রাবার বুলেট বিদ্ধ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ওই রাবার বুলেটে পান্নু খন্দকার (৪২) নামেন এক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার বিকেলে দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া এবং সাধারণ সম্পাদক হিরু মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। দুজনই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।
বিরোধের জের ধরে ঘটনার দিন বিকেলে উভয় পক্ষের সমর্থকরা ঢাল, সড়কি, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় লুটপাট ও বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে একাধিক ব্যক্তি দাবি করেছেন।
এ ব্যাপারে দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া জানিয়েছেন, কথা কাটাকাটি ও তর্কের একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। একই কমিটির সাধারণ সম্পাদক হিরু মিয়ার সঙ্গে তাঁর বিরোধ চলছে বলে তিনি জানিয়েছেন।
মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) সুদর্শন রায় জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।