মাগুরায় ডিবি পরিচয়ধারী ব্যক্তি আটক

মাগুরায় শহরে আটক ভুয়া গোয়েন্দা পুলিশ তুহিন বিশ্বাস। ছবি : এনটিভি
মাগুরায় শহরে গোয়েন্দা (ডিবি) পরিচয়ধারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় আরো দুজনকে আটক করা হয়। আজ শুক্রবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ের আবাসিক হোটেল আল-মুনসুর থেকে তাঁদের আটক করা হয়।
আটক তুহিন বিশ্বাস (২৭) শ্রীপুর থানার দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দা।
জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) সুদর্শন রায় এনটিভি অনলাইনকে জানান,
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মথনপুর গ্রামের এক যুগল স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেল আল-মুনসুরের একটি কক্ষ ভাড়া নেয়। সকালে তুহিন ডিবি পুলিশ পরিচয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেন।
সংবাদ পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।