ঢাকায় বিএনপি-জামায়াতের ৯ জন আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিএনপি-জামায়াতের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আটক ব্যক্তিরা বিএনপি-জামায়াতের ১২০ ঘণ্টার হরতালের পঞ্চম দিনে নাশকতার পরিকল্পনা করছিল।
নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট পঞ্চমবারের মতো ৭২ ঘণ্টার হরতাল বাড়িয়ে ১২০ ঘণ্টা করেছে। আগামীকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হবে হরতাল। এ ছাড়া গত ৬ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে।