রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর লালবাগে শাহি মসজিদ এলাকায় এক ব্যবসায়ীর পায়ে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তবে ভুক্তভোগীর দাবি, তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ জানান, আহত ব্যবসায়ীর নাম তাসরিফ (২৭)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।