সমাধানের পথ খোঁজার আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে চলমান সংকট নিরসনে সমাধানের পথ খুঁজে বের করার প্রতি জোর দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রা’আদ আল হুসেইন। আজ বৃহস্পতিবার জেনেভায় নিজ দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিতভাবে তাঁর দপ্তর ও বাংলাদেশের স্থায়ী মিশনের মধ্যে তথ্যবিনিময় এবং যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন হুসেইন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ কথা জানিয়েছে।
হুসেইনকে বাংলাদেশের পরিস্থিতি জানাতে গিয়ে মাহমুদ আলী বলেন, বিএনপি-জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ড আইএস এবং অন্যান্য জঙ্গিদের মতো। সরকার দেশের মানুষের জানমাল নিরাপত্তায় কাজ করছে।
পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনার হুসেইনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি তা গ্রহণ করে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।
এর আগে দেশের সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এরপর বিভিন্ন সময় তিনি বাংলাদেশ নিয়ে তাঁর উদ্বেগের কথাও জানিয়েছেন। বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন।