সময়মতো গ্রেপ্তার হবেন খালেদা : স্বাস্থ্যমন্ত্রী

পরোয়ানা জারির পরও খালেদা জিয়া গ্রেপ্তার না হওয়া, সরকারের ওপর কোনো চাপের কারণে নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী, মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের সাথে আওয়ামী লীগ নেতাদের যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও কেন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হচ্ছে না? এ বিষয়ে সরকারের ওপর কোনো চাপ আছে কি না, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে নাসিম বলেন, এ বিষয়ে সরকারের ওপর কোনো চাপ নেই।
তবে গ্রেপ্তার না হওয়াটা সরকারের ব্যর্থতা কি না, তা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এতে সরকারের কোনো ব্যর্থতা নেই। সময়মতো তাঁকে (খালেদা জিয়া) গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
এর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় নিজের বক্তব্যে খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বৈঠকের প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা সেদিন খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন, ধন্যবাদ জানাই, আপনারা (বিভিন্ন দেশের রাষ্ট্রদূত) যে বলেছেন, বেগম জিয়া আপনি সন্ত্রাস বন্ধ করেন। তার মানে কি? তার মানে, তাঁরা জানেন, এই মহিলাই সন্ত্রাস করছে। এই নেত্রী সন্ত্রাস করছে বলেই তাকে বলেছে, আপনি সন্ত্রাস বন্ধ করেন। এই জন্য বিদেশি বন্ধুদের ধন্যবাদ জানাই আমি।’
এ সময় খালেদা জিয়ার সঙ্গে যে কোনো ধরনের সংলাপের কথা নাকচ করে দেন আওয়ামী লীগের এই নেতা। নির্ধারিত সময়ে আগামী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে...সংবিধানের বাইরে আওয়ামী লীগ যেতে পারবে না। সংবিধানের বাইরে ১৪ দল যেতে পারবে না। সংবিধানের বাইরে আমরা একচুলও যেতে পারব না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে আমরা বলেছিলাম, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। একচুল নড়তে আমরা পারি নাই। এখনো বলছি, যত চেষ্টাই হোক, যত অবরোধ করেন, যত হরতাল ডাকেন নৈরাজ্য করেন, কিচ্ছু হবে না। কারণ আমরা তো জনগণকে ভয় পাই। সেই জনগণ এখন হরতাল করে না। সেই জনগণ এখন অবরোধ করে না। ভয়কে জয় করে জনগণ এখন রাস্তায় আছে। তাহলে কেন আপনাদের সঙ্গে আমরা আপস করব বলেন?’
নাসিম দাবি করেন, ‘জনগণ আমাদের বলে দিয়েছে, এ হরতাল মানি না, অবরোধ মানি না, কিচ্ছু মানি না আমরা।’ তিনি বলেন, ‘তাহলে কার জন্য আপনার সঙ্গে বসব আমি বলেন? কার জন্য খালেদা জিয়া আপনার সঙ্গে বসব? আপনার তো কিছুই নাই। সব আপনি হারিয়েছেন। আপনি ভুল করে আপনি সব হারিয়েছেন। তাই আপনার সঙ্গে বসার কোনো অর্থ হয় না। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে ইনশাআল্লাহ, ২০১৯ সালেই হবে এবং শেখ হাসিনার অধীনেই হবে ইনশা’আল্লাহ।’
এ সময় অতীতে করা সংলাপের উদাহরণ টেনে মোহাম্মদ নাসিম বলেন, ‘সংলাপে কিছু হয় না। এসব সংলাপ অর্থহীন।’ তাই সংলাপ না করে নির্বাচনের জন্য প্রস্তুত হতে খালেদা জিয়াকে আহ্বান জানান তিনি।
৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে আওয়ামী লীগের সবস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ওই দিন লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে শেখ হাসিনার সঙ্গে যে বাংলাদেশের মানুষ আছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে বলে জানান তিনি।