গোমস্তাপুরে পেট্রলবোমায় আহত ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পেট্রলবোমায় দগ্ধ সেলিম রেজা (২৬) মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সেলিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার আলাউদ্দিনের ছেলে।
রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. আফরোজা নাজনীন জানান, সেলিমের শরীরের ৫০ শতাংশই পুড়ে গিয়েছিল। তাঁর শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁকে বার্ন ইউনিট থেকে আজ বৃহস্পতিবার দুপুরে আইসিইউতে স্থানান্তর করা হলে বিকেলে তিনি মারা যান।
গত বুধবার নওগাঁর মহাদেবপুর থেকে আলু নিয়ে ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পিঠালিতলা এলাকার সেতাবুর রহমানের ছেলে সাহেব আলী (৪০)। ফেরার পথে গোমস্তাপুর মাদ্রাসার মোড়ে হরতাল-অবরোধকারীদের পেট্রলবোমার শিকার হয় ট্রাকটি। এতে সাহেব আলীর সঙ্গে দগ্ধ হন ট্রাকচালক সেলিম রেজা (২৬) ও তাঁর সহকারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওমর আলীর ছেলে ফিরোজ উদ্দিন (৩০)।